১০৬ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১০৬ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

জনবল নিয়োগে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ১১টি পদে মোট ১০৬ জনবল নিয়োগ দেবে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) থেকে অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। ২০-০৩-২০২৪ সালে প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

১. পদের নাম : অ্যাসি: ম্যানেজার অপারেশন্স (জিএসই)। (শুধু পুরুষ)

পদসংখ্যা

১২টি।

বেতন স্কেল

২৬,৫০০-৫৭৯৫০ টাকা।

২. পদের নাম : অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার

পদসংখ্যা

০৬টি

বেতন স্কেল

২২,৫০০-৫৪২৯০ টাকা।

৩. পদের নাম : জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কো-অডিনেটর

পদসংখ্যা

০১টি

বেতন স্কেল

২২,৫০০-৫৪,২৯০ টাকা।

৪. পদের নাম : সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা

০২টি

বেতন স্কেল: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা।

৫. পদের নাম : সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং)

পদসংখ্যা

০৪টি

বেতন স্কেল

১৫,৯০০- ৩৮,৪০০ টাকা।

৬. পদের নাম : ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা

১২টি

বেতন স্কেল

১২,৫০০- ৩০,২৩০ টাকা।

৭. পদের নাম : প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা

৫টি

বেতন স্কেল

১২,৫০০- ৩০,২৩০ টাকা।

৮. পদের নাম : পাম্প অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা

০২টি

বেতন স্কেল

১২,৫০০- ৩০,২৩০ টাকা।

৯. পদের নাম : জুনিয়র ডেন্টার/জুনিয়র পেইন্টার

পদসংখ্যা

০২টি

বেতন স্কেল

১১,০০০- ২৬,৫৯০ টাকা।

১০. পদের নাম : ডেসপাস রাইডার

পদসংখ্যা

০২টি

বেতন স্কেল

১১,০০০- ২৬,৫৯০ টাকা

১১. পদের নাম : এমটি অপারেটর (ক্যাজুয়াল)

পদসংখ্যা

৫৮টি

বেতন স্কেল

১১,০০০-২৬,৫৯০ টাকা

আবেদনের বয়স

সকল পদের জন্য ২৩-১২-২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

প্রবেশপত্র প্রাপ্তি

http://bbal.teletalk.com.bd ও www.biman.gov.bd এবং www.biman-airlines.com ওয়েবসাইটে ও প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।

আবেদন ফি

টেলিটকের যেকোনো প্রি পেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে দুইটি SMS করে সার্ভিসচার্জসহ ১ নম্বর পদের জন্য আবেদন ফি  ৬১৯ টাকা,  ২ থেকে ৫ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৬ থেকে ৮ নম্বরের জন্য ৩৩৫ টাকা এবং ৯ থেকে ১১ নম্বর পদের জন্য ২২৩ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ

১ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা।

আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *