যেসব শহরে ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেওয়া হবে :
কলকাতা ও নয়াদিল্লি (ভারত), ব্যাংকক (থাইল্যান্ড), সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর), কাঠমান্ডু (নেপাল), ইসলামাবাদ (পাকিস্তান), মালে (মালদ্বীপ), কলম্বো (শ্রীলঙ্কা), জাকার্তা (ইন্দোনেশিয়া), বেইজিং (চীন), হ্যানয় (ভিয়েতনাম), টোকিও (জাপান), সিউল (দক্ষিণ কোরিয়া), কায়রো (মিসর), মস্কো (রাশিয়া), প্যারিস (ফ্রান্স), বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও হামবুর্গ (জার্মানি), লন্ডন (যুক্তরাজ্য), স্টকহোম (সুইডেন), হেলসিংকি (ফিনল্যান্ড), রোম (ইতালি), লিসবন (পর্তুগাল), নিকোসিয়া (সাইপ্রাস), মাদ্রিদ ও বার্সেলোনা (স্পেন), টরন্টো ও মন্ট্রিয়াল (কানাডা), নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও ফ্লোরিডা (যুক্তরাষ্ট্র), মেক্সিকো সিটি (মেক্সিকো), বুয়েন্স আয়ার্স (আর্জেন্টিনা), সাও পাওলো (ব্রাজিল), সিডনি ও মেলবোর্ন (অস্ট্রেলিয়া), ওয়েলিংটন (নিউজিল্যান্ড)।
এনটিভি অনলাইন করেসপনডেন্ট’-এর দায়িত্ব
- মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি : গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য সংগ্রহ এবং আকর্ষণীয় ও মানসম্পন্ন ভিডিও ফুটেজ ধারণ করে ভিডিও প্যাকেজ তৈরির উপযোগী প্রতিবেদন পাঠাতে হবে
- স্ক্রিপ্ট লেখা : এনটিভি অনলাইনের সম্পাদকীয় মান বজায় রেখে প্যাকেজ তৈরির ভিডিও স্ক্রিপ্ট লিখতে হবে
- লাইভ (সরাসরি) উপস্থাপন : এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য লাইভ (সরাসরি) ক্যামেরার সামনে পেশাদারত্ব ও স্বচ্ছতা বজায় রেখে সাবলীল তথ্য ও সংবাদের সঠিক চিত্র তুলে ধরতে হবে
- অ্যাসাইনমেন্ট : অফিসের যেকোনো অ্যাসাইনমেন্ট কাভার করতে হবে
শিক্ষাগত যোগ্যতা :
প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ভালো ফলাফলসহ ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পদসংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা : টিভি চ্যানেল, ডিজিটাল মিডিয়া বা যেকোনো স্বনামধন্য মিডিয়া হাউসে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা।
প্রার্থীদের আবেদনের জন্য যা দরকার :
• নির্ধারিত দেশের জন্য আইনি অনুমোদন/ভিসা থাকা বাধ্যতামূলক
• সংশ্লিষ্ট দেশে বা শহরে সাংবাদিকতার জন্য সেখানকার আইন ও প্রবিধান সম্পর্কে সঠিক জ্ঞান
• আকর্ষণীয় ও স্পষ্ট কণ্ঠস্বর
• সংবাদ ও বর্তমান ঘটনাপ্রবাহ বিশ্লেষণে দক্ষ
বয়সসীমা : অনূর্ধ্ব ৩৫ বছর। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য
বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন :
আগ্রহী প্রার্থীরা ছবিসহ জীবনবৃত্তান্ত সাবমিট করতে ভিজিট করুন এই লিংকে https://forms.gle/Nz7vbHmfSphh1HP66
আবেদনের শেষ সময় : ২৫ অক্টোবর ২০২৪