২০ বিশ্ববিদ‍্যালয়ে ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে এনটিভি

২০ বিশ্ববিদ‍্যালয়ে ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে এনটিভি

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি দেশের বিভিন্ন বিশ্ববিদ‍্যালয় ক‍্যাম্পাসে ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে।

এনটিভি অনলাইন করেসপনডেন্ট হয়ে বিভিন্ন গবেষণা প্রতিবেদন, অর্জন, ক্লাবের কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশ গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভাবনাসহ যেকোনো আগ্রহোদ্দীপক প্রতিবেদন তৈরি করে আপনার বিশ্ববিদ‍্যালয়কে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারেন।

আপনি যদি ক‍্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী হন, ভিডিও বা মাল্টিমিডিয়া প‍্যাকেজ তৈরির অভিজ্ঞতা থাকে, আপনি যদি লাইভে (সরাসরি) ক‍্যামেরার সামনে স্বতঃস্ফূর্তভাবে সংবাদ বা ঘটনার বর্ণনা দিতে পারেন, নির্ভুল তথ‍্য সংগ্রহ করে মাল্টিমিডিয়া প‍্যাকেজ আকারে উপস্থাপন করতে পারেন, তাহলে ‘এনটিভি অনলাইন করেসপনডেন্ট’ পদে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর ২০২৪।

নিম্নোক্ত বিশ্ববিদ‍্যালয়ের জন‍্য ‘অনলাইন করেসপনডেন্ট’ পদে আবেদন আহ্বান করা হচ্ছে : 

১. ঢাকা বিশ্ববিদ্যালয়

২. রাজশাহী বিশ্ববিদ্যালয়

৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৫. জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৬. খুলনা বিশ্ববিদ্যালয়

৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৮. বরিশাল বিশ্ববিদ্যালয়

৯. ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া)

১০. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)

১১. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)

১২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)

১৩. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

১৪. ঢাকা মেডিকেল কলেজ*

১৫. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট)

১৬. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বসুন্ধরা)

১৭. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (কুড়িল)

১৮. ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বাড্ডা)

১৯. ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় (আফতাবনগর)

২০. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিরুলিয়া-সাভার)

 

‘এনটিভি অনলাইন করেসপনডেন্ট’-এর দায়িত্ব

  • মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি : গুরুত্বপূর্ণ ঘটনার তথ‍্য সংগ্রহ এবং আকর্ষণীয় ও মানসম্পন্ন ভিডিও ফুটেজ ধারণ করে ভিডিও প‍্যাকেজ তৈরির উপযোগী প্রতিবেদন পাঠাতে হবে
  • স্ক্রিপ্ট লেখা : এনটিভি অনলাইনের সম্পাদকীয় মান বজায় রেখে প‍্যাকেজ তৈরির ভিডিও স্ক্রিপ্ট লিখতে হবে
  • লাইভ (সরাসরি) উপস্থাপন : এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য লাইভ (সরাসরি) ক্যামেরার সামনে পেশাদারত্ব ও স্বচ্ছতা বজায় রেখে সাবলীল তথ‍্য ও সংবাদের সঠিক চিত্র তুলে ধরতে হবে
  • অ্যাসাইনমেন্ট : অফিসের যেকোনো অ্যাসাইনমেন্ট কাভার করতে হবে

যোগ্যতা : প্রার্থীকে নিজ নিজ বিশ্ববিদ‍্যালয়ে স্নাতক পর্যায়ের চলমান শিক্ষার্থী হতে হবে। প্রার্থী কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবেন না। প্রার্থীকে বিশ্ববিদ‍্যালয়ের প্রচলিত নিয়ম-কানুন মেনে সাংবাদিকতা করতে হবে।

*মেডিকেলগুলোতে সাংবাদিকতায় অভিজ্ঞরা ঢাকা মেডিকেল কলেজ করেসপনডেন্ট হিসেবে আবেদন করতে পারবেন

অভিজ্ঞতা : ক‍্যাম্পাসে সাংবাদিকতা কিংবা ডিজিটাল প্ল‍্যাটফর্মে কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা : অনূর্ধ্ব ২৮ বছর

বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে

 

যেভাবে আবেদন করবেন :

আগ্রহী প্রার্থীরা ছবিসহ জীবনবৃত্তান্ত সাবমিট করতে ভিজিট করুন এই লিংকে https://forms.gle/PcW5DZQMbaL9pxCQ6

আবেদনের শেষ সময় : ২৫ অক্টোবর ২০২৪

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *